ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ পাচ্ছে থানচিবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বিদ্যুৎ পাচ্ছে থানচিবাসী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: শিগগির বিদ্যুৎ সুবিধা পেতে যাচ্ছেন বান্দরবানের দূর্গম থানচি উপজেলার বাসিন্দারা। এতে থানচি উপজেলাসহ আশপাশের অবহেলিত আদিবাসী অধ্যুষিত গ্রামগুলো বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে।



বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে চিম্বুক এলাকায় প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে জেলার রুমা-থানছি উপজেলা বিদ্যুৎ সাব-স্টেশনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর আলোকিত হতে যাচ্ছে দূর্গম থানচি উপজেলা। ইতোমধ্যে আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ স্থাপন কাজ শুরু হয়েছে। দ্রুত এসব কাজ সম্পন্ন করে ওই এলাকার মানুষকে বিদ্যু‍ৎ সুবিধা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুনর রশিদ, রাঙ্গামাটির বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মতিউর রহমান, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস প্রমুখ।

রাঙামাটি বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মতিউর রহমান বাংলানিউজকে জানান, বিদ্যুৎ বিভাগের অর্থায়নে ওয়াইজংশন এলাকা থেকে থানচি উপজেলা পর্যন্ত ৫৪ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। শিগগির এ কাজ শেষ করা হবে বলে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।