ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজবাড়ীতে গ্রুপ থিয়েটার দিবসে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, নভেম্বর ২৯, ২০১৫
রাজবাড়ীতে গ্রুপ থিয়েটার দিবসে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: ‘অন্ধকার থেকে আলোর ঝলকানিতে জেগে উঠুক ধরা, জাগো হে মানব শিল্পের ছোয়ায়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে গ্রুপ থিয়েটার দিবস উপলক্ষে শহরের একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী স্বদেশ নাট্যাঙ্গনের আয়োজনে এবং মৈত্রী থিয়েটার গ্রপ, মঙ্গলনাট ও দোলনচাপা সঙ্গীতাঙ্গনের সহযোগীতায় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়।



র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী স্বদেশ নাট্যাঙ্গনের উপদেষ্টা ডা. পারিজাত কুমার পাল, আজিজুল হক, গোবিন্দ চন্দ্র ঘোষ, সভাপতি তপন কুমার দে, মঙ্গলনাটের সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, মৈত্রী থিয়েটার গ্রুপের অর্থ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু, সম্মেলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি লুৎফর রহমান লাবু প্রমুখ।

সন্ধ্যায় এ দিবসটি উপলক্ষে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।