ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা আরও বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, নভেম্বর ১৯, ২০১৫
কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা আরও বেড়েছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটক ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নতুন করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

র‍্যাবের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

দেশের দুই শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির দণ্ড চূড়ান্তভাবে বহাল রাখা হয়েছে বুধবার (১৮ নভেম্বর)। সেদিন দুপুরের পর থেকেই কারাগারে সামনে কড়া নিরাপত্তা রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের এডিসি ফয়েজ আহমেদ বাংলানিউজকে জানান, নিরাপত্তার স্বার্থে ও যানজট এড়াতে কারাগারের সামনের নাজিমউদ্দিন রোডকে ডাইভারসন করা হয়েছে। যানবাহনগুলো অন্য রাস্তা দিয়ে চলাচল করানো হচ্ছে।

মুজাহিদ ও সাকা চৌধুরী এ কারাগারের রজনীগন্ধা নামক কনডেম সেলে রয়েছেন। ফাঁসির দড়ি থেকে রেহাই পেতে সর্বশেষ সুযোগ হিসেবে তাদের সামনে রয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া। ক্ষমা প্রার্থনার এ বিষয়টি নিষ্পত্তির পর সরকারের সিদ্ধান্ত অনুসারে ফাঁসির রায় কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।

উর্ধ্বতন কোনো কারা কর্মকর্তাকে বেলা ১১টা পর্যন্ত ভেতরে ঢুকতে দেখা যায়নি। প্রতিদিনের স্বাভাবিক কাজকর্ম চলছে। তবে গেটের সামনে উৎসুক জনতার ভিড় রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এনএ/আরএইচএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।