ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা দিয়েছেন তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা বারটার দিকে সাকার ধানমণ্ডির বাসভবন থেকে রওনা হন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক সাকার একজন আইনজীবী এর আগে জানান, তারা দেখা করার জন্য ১৫ জনের তালিকা জমা দিয়ে অনুমতি চেয়েছিলেন। কারা কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীর পারিবারিক সূত্রও জানায়, ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী কারাগারে তাদের বাবার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।
দায়িত্বশীল কারাসূত্র বাংলানিউজকে জানায়, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ১৫ জনের দেখা করার সুযোগ চেয়ে একটি আবেদন জমা দেওয়া হয়। পরে যাচাই-বাছাই শেষে দেখা করার অনুমতি দেওয়া হয় বলেও জানায় কারাসূত্রটি।
দেশের এই শীর্ষ যুদ্ধাপরাধীর পরিবার থাকেন ধানমণ্ডি আবাসিক এলাকার ১০/এ নম্বর রোডের ২৮ নম্বর ‘কিউসি রেসিডেন্স’ নামক বাড়িটিতে।
কারাগারে দেখা করতে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা বৈঠক করে করণীয় নির্ধারণ করেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
সরেজমিনে ওই বাড়িতে গিয়ে জানা গেছে, আগে থেকেই বাড়িতে সাকা চৌধুরীর স্ত্রীসহ তার সন্তানরা এবং কয়েকজন নিকট আত্মীয় অবস্থান করছিলেন। সকালে আরও কয়েকজন আত্মীয়-স্বজন আসেন।
এরপর পারিবারিক বৈঠক শেষে কারাগারের উদ্দেশ্যে রওনা হন তারা।
অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে বুধবার (১৮ নভেম্বর) সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সাকা চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ইউএম/এনএ/জেডএস/এএসআর
** সাকার সঙ্গে দেখা করতে অনুমতি পেয়েছে পরিবার
** সাকার সঙ্গে দেখা করতে চাচ্ছে পরিবার