ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাইবান্ধায় ফুপুকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৫, নভেম্বর ১৯, ২০১৫
গাইবান্ধায় ফুপুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধা: গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানি পাড়ায় ভাতিজার মারধরে ফুপু রোমানা বেগম (৪৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়। এরা হলেন, মারুফ (২৩),  ফারুক (২৩) ও পারুল (৪৫)।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যায় শহরের ডেভিট কোম্পানি পাড়ায় রোমানার বড় ভাইয়ের ছেলে মারুফের সঙ্গে রোমানার ছেলে সুমনের বাক-বিতণ্ডা হয়।

এর জের ধরে মারুফ রাতে সুমনকে মারধর করতে থাকেন। এ সময় রোমানা তাদের মারামারি ঠেকাতে এগিয়ে গেলে তাকেও এলোপাথাড়ি মারধর করেন মারুফ।

এতে আঘাতপ্রাপ্ত হয়ে রোমানা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে মারা যান তিনি।

গাইবান্ধা সদর থানার উপ পরিদর্শক (এআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।