ঢাকা: দিনাজপুরে ইতালির নাগরিক ডা. পিয়েরোর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে তিনি প্রকৃত দোষীকে আইনের মুখোমুখি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বার্তায় ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন এ নিন্দা জানান।
তিনি বলেন, ইতালির নাগরিক ডা. পিয়েরোর উপর সন্ত্রাসী হামলার ঘটনা নিন্দনীয়। পিয়েরো দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি।
পিয়েরে মায়াদুন আরও বলেন, এটা দুই মাসেরও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে বিদেশিদের উপর তৃতীয়বারের মতো সংঘটিত হামলা। যার মধ্যে দ্বিতীয়বার ইউরোপীয় নাগরিকরা হামলার শিকার হলেন। এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি সবার জন্য উদ্বেগের বিষয়।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইইউ রাষ্ট্রদূত বলে, এমন ব্যবস্থা নিন যাতে প্রকৃত দোষীকে আইনের মুখোমুখি দাঁড় করানো যায়।
এর আগে বুধবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরের মির্জাপুর কালুর মোড় বিআরটিসি বাস কাউন্টারসংলগ্ন এলাকায় পিয়েরো সামিওকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার উন্নতি না হওয়ায় পিয়েরো সামিওকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জেপি/এএ