সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি না ছাড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছাড়তে শুরু করেছে।
বেলা ১১টার পর সায়েদাবাদ থেকে দূরপাল্লার যান ছাড়তে দেখা যায়।
সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, বেলা ১১টার পর সায়েদাবাদ থেকে ছাড়তে শুরু করেছে বিভিন্ন রুটে চলাচলকারী সৌদিয়া, ঈগল, শ্যামলীসহ বিভিন্ন দূরপাল্লার বাস।
সায়েদাবাদ টার্মিনালের সৌদিয়া পরিবহনের কর্মকর্তা ঝন্টু বাংলানিউজকে বলেন, আমরা বাস ছাড়তে শুরু করেছি। যাত্রী সংখ্যা কম থাকায় বাস ছাড়তে একটু সময় লাগছে।
এদিকে জামায়াতের হরতালে বেলা ১১টা পর্যন্ত সায়েদাবাদ, যাত্রাবাড়ী, পোস্তগোলা, জুরাইন এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহিদুল বলেন, সকাল থেকে এখন পর্যন্ত কোনো পিকেটিংয়ের ঘটনা ঘটেনি। সবকিছুই স্বাভাবিকভাবে চলছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর জামায়াতের ডাকা হরতালে সাধারণ জনগণ একটু ভয়ে আছেন। তবে ভয়ের কোনো কারণ নেই। সবকিছুই স্বাভাবিক আছে।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এফবি/আরএইচএস