ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সহকারী রাজস্ব কর্মকর্তা পদে লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর

সিনিয়র করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, নভেম্বর ১৯, ২০১৫
সহকারী রাজস্ব কর্মকর্তা পদে লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিএসসি জানায়, ওইদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।



পরীক্ষার হল, আসন বিন্যাসসহ অন্য তথ্য পবর্তীতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত ৫ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফলে এক হাজার ১০৪ জনকে লিখিত পরীক্ষার যোগ্য বলে মনোনীত করে পিএসসি।

মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে গত বছরের ১২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বছর ২৮ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।