ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পটুয়াখালীতে বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপজেলায় বাবা হরিনাথ খাসকেলকে (৭০) কুপিয়ে হত্যার দায়ে সঞ্জয় কুমার খাসকেলকে (২৮)  যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জনাকীর্ণ আদালতে বিজ্ঞ বিচারক বিমল চন্দ্র শিকদার এ রায় দেন।



আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ০৭ ফেব্রুয়ারি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের সঞ্জয় কুমার খাসকেল নেশা করার জন্য বাবার কাছে টাকা চান। হরিনাথ খাসকেল টাকা দিতে পারবেন না জানালে সঞ্জয় ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে ধারালো দা নিয়ে এসে বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় হরিনাথের চিৎকারে স্ত্রী কমলা রানী খাসকেল বাড়ির পাশে পুকুর থেকে ছুটে এসে স্বামীকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে বাড়ির অন্য সদস্যরা ছুটে এলে সঞ্জয় পালিয়ে যান।

পরে আশঙ্কাজনক অবস্থায় হরিনাথ খাসকেলকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই এলাকাবাসী সঞ্জয়কে ধরে পুলিশে সোপার্দ করেন।

এ খবর পেয়ে সঞ্জয়ের বড় ভাই চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় কর্মরত উপ-পরিদর্শক সত্যরঞ্জন খাসকেল নিজ বাড়িতে ছুটে আসেন। পরে হরিনাথের স্ত্রী কমলা রানী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে স্বামী হত্যার মামলা দায়ের করেন। (মামলা নং ০৩, ৭ ফেব্রুয়ারি,২০১৪)।

আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দেওয়ার পর ০৯  সেপ্টেম্বর ২০১৪ তারিখ মামলার তদন্তকারী কর্মকর্তা দুমকী থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। এরপর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।

তবে আসামি মানসিকভাবে ভারসাম্যহীন থাকায় তাকে সর্বোচ্চ সাজা না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানান ভারপ্রাপ্ত সরকারি পিপি অ্যাডভোকেট কমল চন্দ।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।