ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে ঢুকেছেন তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে একটি গাড়িতে করে তারা কারাগারে পৌঁছান।
দুপুরে মুজাহিদের ছেলে আলী আহম্মদ মাবরুর ১২ জনের দেখা করার একটি আবেদনপত্র কারাগারে নিয়ে যান।
একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে বুধবার (১৮ নভেম্বর) মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মুজাহিদের আবেদন খারিজও করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫/আপডেট ১৪২৪ ঘণ্টা
এনএ/এইচএ
** সাক্ষাৎ শেষে বাড়ি ফিরেছে সাকার পরিবার
** দেখা করার আবেদন মুজাহিদের পরিবারের