ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, নভেম্বর ১৯, ২০১৫
কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের পরিবার ছবি : দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে ঢুকেছেন তার পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে একটি গাড়িতে করে তারা কারাগারে পৌঁছান।

সাক্ষাৎ করতে গেছেন মুজাহিদের স্ত্রী, ছেলে, মেয়ে ও মেয়ে জামাইসহ ১২ জন।

দুপুরে মুজাহিদের ছেলে আলী আহম্মদ মাবরুর ১২ জনের দেখা করার একটি আবেদনপত্র কারাগারে নিয়ে যান।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে বুধবার (১৮ নভেম্বর) মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মুজাহিদের আবেদন খারিজও করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫/আপডেট ১৪২৪ ঘণ্টা
এনএ/এইচএ

** সাক্ষাৎ শেষে বাড়ি ফিরেছে সাকার পরিবার
** দেখা করার আবেদন মুজাহিদের পরিবারের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।