ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে শুক্রবার (২০ নভেম্বর) শাহবাগে গণমিছিল করবে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জামায়াতের ডাকা হরতাল প্রতিহত করতে শাহবাগে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।
আপিলে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে জামায়াত।
বৃহস্পতিবার সকাল থেকেই জামায়াতের হরতাল প্রতিহত করতে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। গান, কবিতা, বক্তব্য আর মিছিলের মধ্য দিয়ে চলে তদের এ অবস্থান কর্মসূচি।
এ বিষয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার বলেন, হরতাল প্রতিহত করতে শাহবাগে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। আর মাঝে মধ্যে হরতালের মিছিল অনুষ্ঠিত হবে। আমাদের অবস্থান কর্মসূচি হলো শান্তিপূর্ণ। আমরা হাতে কোনো লাঠি নিয়ে বের হইনি। আমরা কাউকে পাথরও ছুড়ছি না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি এ কারণে গান-কবিতার মধ্য দিয়ে চলে আমাদের হরতাল বিরোধী অবস্থান।
তিনি বলেন, দুই শীর্ষ যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় প্রমাণ হয়েছে বাংলাদেশে অপরাধীদের শাস্তি হয়। অপরাধী যত ক্ষমতধরই হোক অপরাধ করে রেহেই পাবে না।
তিনি বলেন, অবৈধ সংগঠন জামায়াত হরতাল ডেকেছে। বাংলাদেশে তাদের হরতাল ডাকার কোনো অধিকার নেই। তাদের এ হরতালের ডাক আদালত অবমাননা। সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে এই জঙ্গি সংগঠটিকে নিষিদ্ধ করা হোক।
তিনি বলেন, বিচার চলাকালীন সময়ে সাকা চৌধুরী যে ধরণের বক্তব্য দিয়েছেন তা কোনো মানুষের বক্তব্য হতে পারে না। যুদ্ধের সময়ও সাকা চৌধুরী ও তার অনুসারীরা এমন ভাষায় কথা বলেছেন। তারা কোনো মানুষের কাতারে পড়ে না।
ইমরান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতে জামায়াত দেশব্যাপী জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। লেখক-ব্লগার হত্যা করেছে। এমনকি এই জঙ্গি সংগঠন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যও হত্য করছে। তারা পিরকেও হত্য করেছে। তারা সকলকে হত্য করতে চায়। তাদের এ কার্যক্রম কোনো মানুষের কাজ হতে পারে না।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এএসএস/বিএস