ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারি কর্মকর্তাদের মধ্যে বৈষম্য দূর করার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
সরকারি কর্মকর্তাদের মধ্যে বৈষম্য দূর করার দাবি

ঢাকা: জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃত্ব প্রদান সংক্রান্ত অফিস স্মারক বাতিলসহ বিভিন্ন দাবি জানিয়েছেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির কর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রকৌশল, কৃষি বিষয়ক কর্মকর্তা ও চিকিৎকদের সমন্বয়ে গঠিত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।



সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দীন নাসিম।

তিনি বলেন, আমরা গভীরভাবে লক্ষ্য করছি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং বিদ্যমান বিধিবিধান পরিপন্থী অফিস স্মারকটি কার্যকর করার জন্য একটি মহল তৎপর হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ নভেম্বর কৃষি মন্ত্রণালয় থেকে একটি পত্রের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের অফিস স্মারকটি কার্যকরের জন্য অধিনস্ত দফতরকে নির্দেশ দিয়েছে।

এটা সম্পূর্ণ অপতৎপরতা। দ্রুত কৃষি মন্ত্রণালয়ের জারি করা পত্রটি প্রত্যাহার এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা অফিস স্মারক বাতিল করা হোক।

তিনি আরও বলেন, সকল ক্যাডার ও সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ সৃষ্টি করার কথা বারবার বলা হলেও কেবল উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ে ফের পদোন্নতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্মেলনে বক্তারা বলেন, এধরনেরর বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবাইকে সমান গুরুত্ব দিতে হবে।

এসময় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্য ২২ নভেম্বর ময়মনসিংহে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন, ২৪ নভেম্বর সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানায়তনে ঢাকা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন, ২৭ নভেম্বর বরিশাল, সিলেট ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন এবং ২৮ নভেম্বর চট্টগ্রাম, রংপুর ও খুলনায় বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৃচি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সচিব প্রকৌশলী মো. আব্দুস সবুর, কৃষিবিদ ইনিস্টিটিউশনের মহাসচিব মোবারক আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রফেসর ডা. এম. ইকবাল আর্সলান, বিসিএস সমন্বয় কমিটির মহাসচিব মো. ফিরোজ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
একে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।