ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদারগঞ্জে শ্যালকের মারধরে আহত দুলাভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, নভেম্বর ১৯, ২০১৫
মাদারগঞ্জে শ্যালকের মারধরে আহত দুলাভাইয়ের মৃত্যু

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শ্যালকের মারধরে  চাঁন খা (৫৫) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।



মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা নেওয়াজ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে মাদারগঞ্জ পৌর উত্তর গাবেরতলা এলাকায় চাঁন খা’র সঙ্গে তার শ্যালক জমিমুদ্দিনের বিরোধ চলে আসছিলো।

মঙ্গলবার দিবাগত রাতে চাঁন খা শ্বশুরবাড়ি এলে তাকে বেদম মারধর করেন জমিমুদ্দিন। এতে গুরুত্বর আহত হন চাঁন খা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মারা যান তিনি।

এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।