ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে ইতালীয় ধর্মযাজকের ওপর হামলার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, নভেম্বর ১৯, ২০১৫
দিনাজপুরে ইতালীয় ধর্মযাজকের ওপর হামলার ঘটনায় মামলা

দিনাজপুর: দিনাজপুরে ইতালীয় ধর্মযাজক ডা. পিয়েরোকে (৫০) গুলি করার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি নথিভুক্ত করে আদালতে পাঠানো হয়।



এর আগে বুধবার রাতে কসবা মিশনের ফাদার ইনচার্জ সিলাস কুজুর বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি দায়ের করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বাংলানিউজকে জানান, মামলাটি তদন্তের জন্য জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ বাংলানিউজকে জানান, ডা. পিয়েরোর ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ১০ জনের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাহবুবুল আলম ভুট্টর জড়িত থাকার প্রমাণ  পাওয়া গেছে। এজন্য তাকে রিমান্ডে নেওয়ার জন্য দুপুরে আদালতে আবেদন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর সদরের মির্জাপুর বিআরটিসি বাসস্ট্যান্ডের কাছে ডা. পিয়েরোকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে তার ঘাড়ে গুলি লাগে। ডা. পিয়েরো একজন ধর্মযাজক ও দিনাজপুর সেনভিন সেন্ট হাসপাতালের চিকিৎসক। তিনি সুইহারী ক্যাথলিক মিশনের নভারা টেকনিক্যাল স্কুল চত্বরের একটি ভবনে বসবাস করেন।   প্রতিদিনের মতো বুধবার সকালে বাই সাইকেলে করে ওই হাসপাতালে যাওয়ার পথে এ হামলার শিকার হন তিনি।

এ ঘটনার পর থেকে শহরের বিভিন্ন স্থানে ১১টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাবেলা সিজার। তিনি নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।