ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের কলেজছাত্র লিমন হোসেনকে গুলি করে হত্যাচেষ্টা ও পঙ্গু করার অভিযোগে র্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের দায়ের করা মামলার পরবর্তী শুনানির তারিখ ২২ ফেব্রুয়ারি ধার্য্য করেছে আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল করিম এ আদেশ দেন।
এ মামলায় লিমনের মায়ের পক্ষের আইনজীবী আক্কাস সিকদার জানান, বৃহস্পতিবার এ মামলার রায় প্রদানের দিন ধার্য্য ছিল। কিন্তু গত তারিখে লিমনের মায়ের পক্ষে মামলার অধিকতর শুনানির জন্য আবেদন করা হয়। আদালত এ আবেদন মঞ্জুর করে।
এর প্রেক্ষিতে আদালত আগামী ২২ ফেব্রুয়ারি অধিকতর শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য্য করে। এ সময় লিমনের মা হেনোয়ারা বেগম আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ২০ বার এ মামলার তারিখ পিছিয়েছে।
২০১১ সালের ২৩ মার্চ র্যাব লিমনকে গুলি করে হত্যাচেষ্টা ও পঙ্গু করে দেয় এমন অভিযোগ এনে তার মা হেনোয়ারা বেগম ১০ এপ্রিল ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে র্যাবের বিরুদ্ধে মামলা করে। পরে আদালতের নির্দেশে ওই বছরের ২৬ এপ্রিল রাজাপুর থানায় র্যাবের ডিএডি লুৎফর রহমানসহ ৬ র্যাব সদস্যের বিরুদ্ধে লিমনকে হত্যাচেষ্টা ও পঙ্গু করার মামলা লিপিবদ্ধ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ