ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ওয়াসা’র আয়ের ন্যায্য অংশ ডিসিসি পাবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
‘ওয়াসা’র আয়ের ন্যায্য অংশ ডিসিসি পাবে’ ছবি :শাকিল / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ঢাকা ওয়াসা’র আয়ের ন্যায্য অংশ ঢাকা (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশনকে (ডিসিসি) দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত ২৬ নং ওয়ার্ডে ক্লোজসার্কিট ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এ কথা জানান।


 
মন্ত্রী বলেন, জনগণের ওপর চাপ সৃষ্টি না করে, উন্নয়নের মাধ্যমে জনসেবা বাড়ানোর জন্য সরকার চেষ্টা করছে। ওয়াসা’র আয়ের ন্যায্য অংশ সিটি করপোরেশনকে দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া সিটি করপোরেশন যাতে সব আয়ের খাত থেকে রাজস্ব পায়, তা নিশ্চিত করতে সরকার সহায়তা করবে।
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের উন্নয়নমূলক কাজের জন্য এক হাজার ৭০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বিবেচনাধীন আছে বলেও জানান ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
 
সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের ক্ষমতা বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনার করতে আপনাদের (মহিলা কাউন্সিলর) সঙ্গে আলাদাভাবে বসা হবে। আপনারা বিষয়গুলো লিখিতভাবে আমার কাছে নিয়ে আসবেন।

ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে সারাদেশের সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলরদের যথাযথ ক্ষমতা প্রদানের আশ্বাস দেন তিনি।
 
স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে। এর ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
 
জাতীয় নির্বাচনের মতো শৃঙ্খলা বজায় রেখে স্থানীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে মন্তব্য করে তিনি বলেন, আজ (১৯ নভেম্বর) জাতীয় সংসদে পৌরসভা আইন তোলা হবে। আইনটি আজই পাশ হবে বলে আশা প্রকাশ করছি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশনে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। নতুন মেয়র ক্ষমতা আসার পরেই ৩২২ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, অপরাধ দমনে ২৬ নং ওয়ার্ডকে ক্লোজসার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া গুলিস্তান ও মতিঝিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে একইভাবে ক্লোজসার্কিট ক্যামেরা সবানো হবে।
 
অভিযোগ করে তিনি বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় এলজিইডি ফ্লাইওভার নির্মাণ করছে। কিন্তু এসব ফ্লাইওভার নির্মাণের ডিজাইন করার ক্ষেত্রে সিটি করপোরেশনকে জানানো হয় না, এটা দুঃখজনক। এছাড়া সিটি করপোরেশনের নির্মাণ করা সড়কে গাড়ি চলে, রাস্তার ময়লা-আবর্জনা সিটি করপোরেশন থেকেই পরিষ্কার করা হলেও গাড়ি চলাচলের প্রাপ্ত রাজস্ব পায় বিআরটিএ। এই আয় সিটি করপোরেশন পাওয়ার ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বান জানাই।
 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সংরক্ষিত ৪নং ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
টিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।