ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের পুরস্কারের জন্য সরকারের কাছে অনুদানের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
সাংবাদিকদের পুরস্কারের জন্য সরকারের কাছে অনুদানের প্রস্তাব

ঢাকা: প্রতি বছর সাংবাদিকদের বেস্ট রিপোর্টিং পুরস্কার প্রদানের জন্য সরকারের কাছে ১৫ লাখ টাকা অনুদান চেয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমিতে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৫’ প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ডিআরইউ এর সকল সাংবাদিকের পক্ষ থেকে এ প্রস্তাব দেন ডিআরইউ এর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।



এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের আশ্বাস দিয়ে পুরস্কারের জন্য অর্থ বরাদ্দ রাখার এ প্রস্তাব বাস্তবায়নের চেষ্টার কথা জানান। এছাড়া সাংবাদিকদের প্রণোদনা দিতে প্রতি বছর তথ্য মন্ত্রণালয় থেকে একটি পুরস্কারের আয়োজন করার পরিকল্পনা চলছে বলেও জানান মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, যে যাই বলুক বাংলাদেশের সাংবাদিকরা প্রাণবন্ত ও সজীব। নীতির দিক থেকেও তারা সৎ। রাজনীতিবিদরা অনেক সময় অনেক ভুল করে থাকেন, কিন্তু সেই ভুলগুলোই আপনারা তুলে ধরেন।

সম্প্রতি ফেসবুক ও টুইটার বন্ধ করে দেওয়া সম্পর্কে মন্ত্রী বলেন, ফেসবুক টুইটারে হুমকি দিয়ে যাচ্ছে কিছু জঙ্গি। তাদের খুঁজে বের করতে এবং মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেই সাময়িক সময়ের জন্য এই মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, জঙ্গিবাদের নামে যারা ইসলামের ছবক দিচ্ছেন তাদের ছবক আমরা চাই না। আপনারা সাংবাদিকরাও তাদের বিষয়গুলো কিভাবে নেবেন এটা আপনাদেরই বিবেকের বিষয়। অতীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনাদের অনেক সহযোগিতা ছিলো, আশা করছি এখনও তেমনই থাকবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিআরইউ এর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, পুরস্কারের মাধ্যমে সাংবাদিকদের উৎসাহ বাড়ে। আর এ পুরস্কারটি দিতে গিয়ে নানান সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আগামী বছর যদি ১৫ লাখ টাকা অনুদান দেওয়া হয় তাহলে সাংবাদিকদের এ পুরস্কার নিয়ে আর চিন্তা করতে হয় না।

অনুষ্ঠান শেষে এ বছরের সেরা রিপোর্টারদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। এছাড়া ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলোর সেরা রিপোর্টারদের ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ এর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সিনিয়র সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জেডএফ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।