ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশু বিয়ে না করানোর শপথ নিলেন ৫১ নিকাহ রেজিস্ট্রার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
শিশু বিয়ে না করানোর শপথ নিলেন ৫১ নিকাহ রেজিস্ট্রার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাট জেলাকে শিশু বিবাহ (বাল্য বিয়ে) মুক্তকরণের লক্ষ্যে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে শপথ নিলেন ৫১ জন নিকাহ রেজিস্ট্রার।
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা নিকাহ রেজিস্ট্রার সংগঠনের সভাপতি আমজাদ হোসেন এ শপথ বাক্য পাঠ করান।


 
বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় মত বিনিময় ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
 
অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান, সাংবাদিক আব্দুর রব সুজন, শফিকুল ইসলাম প্রমুখ।

লালমনিরহাটের ৫টি উপজেলা ও ২টি পৌরসভায় দায়িত্বরত ৫১ জন হিন্দু ও মুসলমান নিকাহ রেজিস্ট্রার মতবিনিময় সভায় ও শপথ অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।