ঢাকা: রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। যুদ্ধাপরাধের দায়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন মঞ্চের কর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে যোগ দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বাংলানিউজকে জানান, তারা সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন। মুজাহিদ ও সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন।
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে বুধবার (১৮ নভেম্বর) মুজাহিদ ও সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে দু’জনের আবেদন খারিজও করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। ইতোমধ্যে দু’জনেরই রিভিউ রায় প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএ/এইচএ