লক্ষ্মীপুর: ঢাকার মিরপুর থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহৃত গার্মেন্টস ব্যবসায়ী মো. মুসলিমকে রামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হারুন নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পুলিশ লক্ষ্মীপুরের রামঞ্জের ভোলাকোট ইউনিয়নের শাকতলা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
হারুন উপজেলার শাকতলা গ্রামের সেকান্দর মিয়ার ছেলে। উদ্ধার হওয়া অপহৃত ব্যবসায়ী মুসলিম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বিষামণ্ডল গ্রামের মৃত ছফি উল্যার ছেলে।
অপহৃতের পরিবার জানায়, গার্মেন্টস ব্যবসায়ী মুসলিমকে গত ৭ নভেম্বর জাহিদুল ইসলাম জুয়েল ও হারুন ঢাকার মিরপুর থেকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে অপহরণ করে। এরপর রামগঞ্জে এনে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে। কয়েকদিন ধরে অপহরণকারীরা তার স্ত্রীর কাছে মোবাইল ফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে ব্যবসায়ীর স্ত্রী থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত একজনকে আটক করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) সোলায়মান চৌধুরী বাংলানিউজকে জানান, এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত জুয়েল চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পিসি/