ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় ৩ দিনব্যাপী আবৃত্তি উৎসব ও কর্মশালা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, নভেম্বর ১৯, ২০১৫
খুলনায় ৩ দিনব্যাপী আবৃত্তি উৎসব ও কর্মশালা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ‘আমাদের কণ্ঠে বাজে সহজিয়া সুর, ধর্ম বর্ণ মিশে যায় যেখানে মানুষ’ স্লোগানে খুলনায় তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব ও কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক মাহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন- আবৃত্তি সমন্বয় মঞ্চের আহ্বায়ক কাজল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য ইকবাল খোরশেদ জাফর। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি সমন্বয় পরিষদের সমন্বয়ক সুলতান মাহমুদ শ্রাবন।

এ আবৃত্তি উৎসব ও কর্মশালা পরিচালনা করছেন এর আহ্বায়ক আবৃত্তি সমন্বয় পরিষদ খুলনা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক লিপু।

এতে খুলনা অঞ্চলের ২০টি আবৃত্তি সংগঠনের শতাধিক আবৃত্তি শিল্পী অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আগে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার লাইব্রেরি চত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।