জাতীয় সংসদ ভবন থেকে: বিদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণে সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সরকারদলীয় সদস্য মো. ইসরাফিল আলম (নওগাঁ-৬) বিদেশি নিবন্ধন বিল-২০১৫ উত্থাপন করেন।
পরে বিলটি বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্য সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় মনে করলে বিলটি পাসের প্রস্তাব করবে।
উত্থাপিত বিলে বলা হয়েছে, অর্থ-মাদক-নারী ও শিশুপাচার, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে দিন দিন বাড়ছে। এসব বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক ও অভ্যন্তরীণ শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রশ্ন জড়িত। তাই বাংলাদেশে বিদেশিদের আগমনের কারণ, অবস্থান ও সময় এবং প্রস্থান সংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য বিধান প্রণয়ন করতেই এ বিল আনা হয়েছে।
নিবন্ধন ফরমে মিথ্যা তথ্য প্রদানের কারণে সংঘটিত অপরাধ:
প্রচলিত অন্য কোনো আইনে যাই থাক না কেন, নিবন্ধন ফরমে মিথ্যা তথ্য দিলে বাংলাদেশে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
মিথ্যা তথ্যে শাস্তি:
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ধারা ৬’র কোনো বিধান লঙ্ঘন করলে তিনি বা ওই প্রতিষ্ঠান এই আইনের অধীনে অপরাধ করেছেন বলে গণ্য হবে। এই অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ টাকা অর্থদণ্ড হবে। অনাদায়ে এক মাসের কারাদণ্ড যুক্ত হবে।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএম/আইএ