ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জালাল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না এ আদেশ দেন।
জালাল ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামের পশ্চিম পাড়ার মফিজ মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, রাত ৮টার দিকে শহরতলীর বিরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ জালালকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা।
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জালালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ২০১৫
এএটি/আরএ