ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে এখনও অপেক্ষায় রয়েছেন তার আইনজীবীরা। যদিও গতকালই (বৃহস্পতিবার) কারা কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে আইন অনুযায়ী আইনজীবীদের সঙ্গে তার সাক্ষাতের আর কোনো সুযোগ নেই।
এ ব্যাপারে শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম বলেন, আইন অনুযায়ী আইনজীবীদের সঙ্গে আর দেখা করার কোনো বিধান নেই। তাই তারা অনুমতি পাননি।
এ পরিস্থিতিতে শুক্রবার (২০ নভেম্বর) সকালে মুজাহিদের এক আইনজীবীর সঙ্গে কথা হয় বাংলানিউজের।
মুজাহিদের আইনজীবী অ্যডভোকেট গাজী এম এইচ তামিম বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় আইনজীবীদের সঙ্গে দেখা করার কথা বলেন। পরে আমিসহ ৫ আইনজীবী কারা অধিদফতরে একটি লিখিত আবেদন করি। এতে দেখা করার সময় শুক্রবার ( ২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উল্লেখ করা হয়।
অ্যাডভোকেট তামিম বলেন, বেলা ১১টা বাজার পরও কারা অধিদফতর থেকে আমাদের ডাকা হয়নি। ডাক পেলেই আমরা যাবো, অপেক্ষায় রয়েছি। অন্য চার আইনজীবী হলেন- অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট সাইদুর রহমান।
উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) যুদ্ধাপরাধী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধ সংঘটনের দায়ে তৎকালীন ইসলামী ছাত্র সংঘের নেতা আলী আহসান মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এজেডএস/এনএ/বিএস/আরআই
** সাকার বাড়ি কিউসি রেসিডেন্সে নিস্তব্ধতা
** কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক
** অনুবাদ করে রায় শোনানো হলো মুজাহিদ-সাকাকে
** রিভিউ রায় শোনানো হলো মুজাহিদ-সাকাকে
** রিভিউ রায় পড়ে শোনানো হচ্ছে মুজাহিদ-সাকাকে
** মুজাহিদ-সাকার রিভিউ রায় কারাগারে
** কারাগারের পথে মুজাহিদ-সাকার রিভিউ রায়
** মুজাহিদ-সাকার রিভিউ রায় ট্রাইব্যুনালে
** মুজাহিদের রিভিউ রায়ও প্রকাশ
** সাকার রিভিউ রায় প্রকাশ
** বিচারপতিদের স্বাক্ষর, প্রকাশের প্রস্তুতি
** মুজাহিদ-সাকার রিভিউ রায় প্রকাশের প্রস্তুতি
** রাষ্ট্রপতিকে চিঠি দেবেন মুজাহিদ
** শুক্রবার মুজাহিদের সঙ্গে দেখা করতে চান আইনজীবীরা
** নিজেকে এখনও নির্দোষ দাবি করছেন মুজাহিদ
** সাক্ষাৎ শেষে বাড়ি ফিরেছে সাকার পরিবার
** দেখা করার আবেদন মুজাহিদের পরিবারের
** মুজাহিদের সঙ্গে দেখা করলেন স্বজনরা