জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপপাঠান পাড়ার খড়িকাটা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে অছিমদ্দীন (৪৫) ও তার ভাতিজা তোফাজ্জল হোসেন (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন-কালাই উপজেলার আপইল নিমিরপাড়া গ্রামের অছিমদ্দীন ও একই গ্রামের জহির উদ্দীনের ছেলে তোফাজ্জল হোসেন।
আহতরা হলেন- কালাই উপজেলার নিমিরপাড়া গ্রামের মৃত মফেজ উদ্দিনের ছেলে আমজাদ হেসেন (৫২), আমজাদের স্ত্রী মনোয়ারা বেগম (৪২), মোফাজ্জল হোসেনের স্ত্রী রেবা বেগম (৪৪), কালাম মণ্ডলের ছেলে জাহেদুল ইসলাম (২০), আবু রায়হানের ছেলে তাজমহল হোসেন (৭), তার স্ত্রী তাছলিমা বেগম (৩৩), হাবিল উদ্দিনের মেয়ে হালিমা খাতুন (১১) ও আব্দুর রশিদের মেয়ে সিনথিয়া আক্তার (৫)।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, কালাই উপজেলার বেগুন গ্রামের খানকায়ে চিস্তিয়া তরিকার আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক নবান্ন উৎসব শেষে ভটভটিতে করে তারা বাড়ি ফিরছিলেন।
পথে শুক্রবার ভোরে পাঠানপাড়া-মাত্রাই সড়কের খড়িকাটা এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ভটভটিতে থাকা ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চাচা অছিমদ্দীন ও ভাতিজা তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরএ