কুমিল্লা: কুমিল্লা সদরের বিবির বাজার সীমান্তের কেরানিনগর এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে চারজন বিদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১০) সদস্যরা। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-কঙ্গোর ওকো থমাস, ক্যামেরুনের মমিরা গোউফানা, আফ্রিকার আব্দু নাসারা এবং গিনির কামারা হামদুও।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোখলেসুর রহমান বাংলানিউজকে জানান, অনুপ্রবেশের দায়ে চারজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তারা গিনি, কঙ্গো, ক্যামরুন ও আফ্রিকার নাগরিক। তাদের মধ্যে তিনজন পুরুষ একজন নারী রয়েছেন।
তিনি আরো জানান, তাদের কাছে অবৈধ কোনো কিছু পাওয়া না গেলেও মেয়াদোত্তীর্ণ ভারতীয় ভিসা পাওয়া গেছে।
সকালে কোতোয়ালি মডেল থানায় তাদের সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫/আপডেট: ১৬২৪ ঘণ্টা
আরএ