ঢাকা: আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি স্বাস্থ্যকর্মীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ অনুরোধ জানানো হয়।
তবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকার দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেবেন বলে হুসিয়ারি দেন নেতারা।
স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংগঠনের সভাপতি এম হারুন অর রশিদ বলেন, আপনি দ্রুত আমাদের বিষয়গুলো সুরাহা করুন। নইলে স্বাস্থ্য বিভাগে নেতিবাচক প্রভাব পড়লে তার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে।
তিনি আরও বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নের লক্ষ্যে যদি আলাপ আলোচনা করে কার্যকর পদক্ষেপ না নেন (স্বাস্থ্যমন্ত্রী) তাহলে আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে বাধ্য হবো। তাতেও যদি কাজ না হয়, তবে তার কার্যালয়ের সামনে গিয়ে অনশনও করবো।
অবিলম্বে স্বাস্থ্যকর্মীদের প্রস্তাবিত স্বতন্ত্র নিয়োগ বিধি বাস্তবায়ন, টেকনিক্যাল পদমরযাদা, স্বাস্থ্য পরিদর্শকের পদকে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া ও ৮ম জাতীয় বেতন কমিশনে স্বাস্থ্যকর্মীদের মূল্যায়নসহ ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান নেতারা।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আসাদ ও সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমআইকে/এসএস