ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নষ্ট হচ্ছে কাকশিয়ালি বেইলি ব্রিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
নষ্ট হচ্ছে কাকশিয়ালি বেইলি ব্রিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সড়ক বিভাগের অবহেলা ও অনিহার কারণে মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে সাতক্ষীরার কালিগঞ্জের কাকশিয়ালি নদীর অব্যবহৃত বেইলি ব্রিজটি।

অথচ ব্রিজটি অপসারণ করে এর পাটাতনসহ অন্যান্য যন্ত্রাংশ অন্য কোনো বেইলি ব্রিজ নির্মাণে ব্যবহার করলে সরকারের কোটি কোটি টাকার আর্থিক সাশ্রয় হতে পারে।



জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হলেও তাতে কর্ণপাত করছে না সড়ক বিভাগ। এতে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।

জানা গেছে, সড়ক বিভাগ ১৯৯২-৯৩ অর্থবছরে কাকশিয়ালি নদীর ওপর বেইলি ব্রিজটি নির্মাণ করে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তারই পাশে সড়ক বিভাগ ২০০৪-০৫ অর্থবছরে কংক্রিটের একটি ব্রিজ নির্মাণ করে। সেই থেকে বেইলি ব্রিজটি অব্যবহারিত।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, বেইলি ব্রিজটি অপসারণে স্থানীয় প্রশাসনকে বারবার বলা হয়েছে। কিন্তু তাতে লাভ হয় না। এতে জং ধরে মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। কিন্তু এই বেইলি ব্রিজের মালামাল দিয়েই যেসব জায়গায় ব্রিজ নেই সেসব জায়গায় ব্রিজ নির্মাণ সম্ভব। সব জায়গাতেই সরকারি সম্পদ এভাবে পড়ে নষ্ট হয়- যোগ করেন তিনি।

এ ব্যাপারে সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। টেন্ডারের মাধ্যমে ওয়ার্ক অর্ডার হলে আমরা ভেঙে নিয়ে আসবো।

জেলা প্রশাসক নাজমুল আহসান বাংলানিউজকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলছি। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। ব্রিজটি অপসারণ করে অন্যত্র স্থানান্তরে শেষ পর্যন্ত গত ১৩ আগস্ট সড়ক বিভাগে লিখিত পত্রও পাঠিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।