ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে শীতলক্ষ্যা-বালু নদী বাঁচানোর দাবিতে মানববন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
রূপগঞ্জে শীতলক্ষ্যা-বালু নদী বাঁচানোর দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): দূষণের হাত থেকে শীতলক্ষ্যা ও বালু নদী বাঁচানোর দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাববন্ধন কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগড়পাড়া এলাকার বালু নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।



এসময় দূষণের হাত থেকে শীতলক্ষ্যা ও বালু নদী বাঁচাতে সব ধরনের প্রচার-প্রচারণার কার্যক্রম চালাবেন বলে অঙ্গীকার করেন উপস্থিত স্থানীয় প্রশাসন, সাংবাদিক, সমাজের সর্বস্তরের জনগণ।

অনুষ্ঠানে নদীর উপর লিখিত মূল প্রবন্ধ পাঠ করেন দৈনিক সংবাদের সাব-এডিটর আলম হোসেন।

রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কশিশনার (ভুমি) এসএম মাহাফুজুর রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনির হোসেন মনু, মাইটিভির মকবুল হোসেন, ইনকিলাবের খলিল সিকদার, রূপকণ্ঠের সাত্তার আলী সোহেল, সকালের খবরের জিএম সহিদ, জনতার মাসুদ করিম, কালবেলার সুশিল সরকার, ভোরের কাগজের নজরুল ইসলাম, যুগান্তরের এ হাই মিলন, সমকালের জিয়াউর রাশেদ, জিটিভির আশিকুর রহমান হান্নান, নিউজ টুডের এসএম শাহাদাৎ হোসেন, ডেসটিনির মাসুম খান, সংগ্রামের নাজমুল হুদা, নয়াদিগন্তের সফিকুল আলম ভুইয়া মামুন, বাংলানিউজের সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শীতলক্ষ্যা ও বালু নদীর দুই তীরে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প কারখানা। আর অধিকাংশ শিল্প কারখানাই এটিপি প্ল্যান না করে সরাসরি ওই দুটি নদীতে বর্জ্য ফেলছে। দিন দিন নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে। শুধু তাই নয় দূষিত ও নোংরা পানির দুর্গন্ধে নদীর দু’পাশের এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ বিভিন্ন রোগে ভুগছেন।

আর নদী দূষণ বন্ধ না হলে আরো ভয়াভহ পরিস্থিতি সৃষ্টি হবে। এ জন্য এখনই শীতলক্ষ্যা ও বালু নদীতে বাঁচাতে সব পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। এছাড়া যারা নদী দূষণ করছেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।