ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাতে কারাফটকে নিরাপত্তা আরও কঠোর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
রাতে কারাফটকে নিরাপত্তা আরও কঠোর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে রাতের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। সন্ধ্যার পর কারাফটক এলাকায় পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।

এ কারাগারে রয়েছেন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার ‍আগ পর্যন্ত কারাফটকের নিরাপত্তার দায়িত্বে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যায়। সন্ধ্যার পর সেখানে আরও দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র।

নিরাপত্তা বাড়ানোর বিষয়ে লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মফিজ উদ্দীন বাংলানিউজকে বলেন, যুদ্ধাপরাধীদের চূড়ান্ত রায় ঘোষণার পর থেকেই কারাগারের নিরাপত্তায় আমরা সতর্ক আছি। তবে শুক্রবার রাতের জন্য পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা সার্বিক নিরাপত্তা বিষয়ে সতর্ক রয়েছি।

সরেজমিনে দেখা যায়, কারাগারের নিরাপত্তায় ফটকের সামনে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সতর্কাবস্থান নিয়েছেন। তাদের অবস্থান দেখা যাচ্ছে কারাগার এলাকার বিভিন্ন পয়েন্টেও।

একটি দায়িত্বশীল সূত্র জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সাকা চৌধুরীর কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না তা জানতে চাওয়া হবে। যদি প্রাণভিক্ষার বিষয়টি নিষ্পত্তি হয়ে যায় তাহলে রায় কার্যকরে সরকারের নির্বাহী আদেশ পেলেই কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দুই যুদ্ধাপরাধীর ফাঁসির চূড়ান্ত রায় কারাগারে পৌঁছায়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।