সিরাজগঞ্জ: চীনের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমিশনের ভাইস মিনিস্টার ওয়াং পেই অ্যান বলেছেন, বাংলাদেশ ও চীনের জনগণের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। এ সম্পর্ক আরো দীর্ঘস্থায়ী হবে।
এ সম্পর্ককে সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের তৃণমূল দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এরইমধ্যে চীন ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ইউনিয়ন পরিষদ চত্বরে এক সভায় তিনি এ কথা বলেন।
ওয়াং পেই অ্যান বলেন, আমরা ঢাকায় ২৬টি দেশের আর্ন্তজাতিক সম্মেলনে এসেছি। সেখান থেকে তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা দেখার জন্য কাজিপুরের এ প্রত্যন্ত অঞ্চলে এসে কমিউনিটি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান দেখে খুব খুশি হয়েছি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকেই বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। শেখ হাসিনা সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।
এরআগে দুপুর ১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও চীনা মন্ত্রী ও প্রতিনিধি দল দুইটি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে কাজিপুর আসেন।
পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কাজিপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ও রোগীদের সঙ্গে কথা কলেন।
অনুষ্ঠানে শ্রীলঙ্কার নাগরিক আর্ন্তজাতিক সংস্থা পিপিডির পরিচালক ড. জো টমাস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর দীন মোহাম্মদ, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. দেবপদ রায়সহ বাংলাদেশ ও চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিনিধিদলটি হেলিকপ্টারে করে কাজিপুর ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসআর