গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে একটি কমিউনিটি ক্লিনিকের পাশে মাটির নিচ থেকে লক্ষাধিক টাকার সরকারি ওষুধ উদ্ধার করেছে স্থানীয়রা।
রোববার(২২ নভেম্বর) সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের পাশ থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, উদ্ধারকৃত ওষুধের মূল্য লক্ষাধিক টাকা। ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) ফৌজিয়া আক্তার এ ওষুধ পাচারের লক্ষে মাটির নিচে পুঁতে রাখেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অভিযুক্ত ফৌজিয়া আক্তারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ফোজিয়া আক্তার জানিয়েছেন উদ্ধারকৃত ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাটির নিচে পুঁতে রাখা হয়।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহানা বানু বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া ওষুধের মধ্যে কিছু ওষুধ মেয়াদোত্তীর্ণ ছিল। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএ/পিসি/