ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামপুরায় ফুটপাত দখলমুক্তে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
রামপুরায় ফুটপাত দখলমুক্তে অভিযান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর রামপুরা বাজার এলাকার ফুটপাত থেকে দোকানপাট উচ্ছেদে নেমেছে থানা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকালে বাজার সংলগ্ন প্রধান সড়কের ফুটপাত থেকে দোকানপাট সরাতে দোকানিদের আহ্বান জানানো হয়।


 
সরেজমিনে দেখা যায়, রামপুরা বাজার এলাকার সড়কের পাশে থাকা ফুটপাতের কয়েকটি দোকানপাট সরানো হয়েছে। কয়েকজন পুলিশ সদস্য মালামাল ও আসবাবপত্র নিয়ে দোকানদারদের সরে যেতে বলছেন। তানাহলে দোকানপাট ভেঙে ফেলা বলে জানিয়েছে পুলিশ।
 
এ সময় কয়েকটি দোকানের কেনাবেচা বন্ধ রেখে মালামাল ঘুছিয়ে রাখতে দেখা গেছে। আবার অনেকে তাদের কেনাবেচা চালিয়ে যাচ্ছে।
 
পুলিশ জানিয়েছে, আজ থেকে সড়কের পাশে কোনো দোকানপাট বসতে পারবে না। দোকানদারদের সকাল থেকে বলা হচ্ছে, তারা যেন তাদের মালামাল নিয়ে সরে যান। তবে দোকানদাররা জানিয়েছে, আগে থেকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে পুলিশ আমাদের উপর হামলা চালিয়েছে। কয়েকজনকে মারধরও করেছে বলে অভিযোগ করেছেন দোকানীরা। তাদেরকে মালামাল সরানো সময়টা দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন তারা।
 
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও আসাদুজ্জামানের (তদন্ত) নেতৃত্বে ফুটপাতের সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এসব দোকানপাট সরিয়ে নিতে দোকানদারদের বলা হয়েছে। তারা যদি নিজ থেকে দোকানপাট না সরিয়ে নেন, তাহলে পুলিশ জোর করে উচ্ছেদ অভিযান চালাবে।
 
ফুটপাতে মুরগির দোকানদার সুমন বলেন, সকালে পুলিশের কয়েকজন সদস্য এসে আমাদেরকে সেখান থেকে দ্রুত সরে যেতে বলে। এর কয়েক মিনিট পর তারা আবারো এসে আমাদের উপর লাঠিপেটা করে। তখন আমরা দৌঁড়ে পালিয়ে যায়। এখন আবার সেখানে এসেছি, কেনাবেচা বন্ধ করে রেখেছি।
 
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
টিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।