ঢাকা: আধা-দলীয় ও আধা-নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনের আইন আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গীকারের ঘাটতি হিসেবেই বিবেচিত হবে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তসমূহ এবং গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও সমন্বিত আইনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন।
সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সমন্বকারী মহসিন আলী।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের ভেতরে অস্থিরতা দেখা যাচ্ছে। একেক সময় একেক উদ্যোগ এবং শেষ পর্যন্ত আধা-দলীয় ও আধা-নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনের আইন আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গীকারের ঘাটতি হিসেবে বিবেচিত হবে।
এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের উদ্যোগে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তো নয়ই, নিজেদের জোটসঙ্গী অন্যান্য দল, এমনকি ক্ষমতাসীন দলের মধ্যেও তেমন কোনো আলোচনা হয়নি-উল্লেখ করে এ উদ্যোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয় সভায়।
এমন বিনা প্রস্তুতিতে হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য কোনো ফলাফল বয়ে আনবে কিনা, এমন প্রশ্নও ছুড়ে দেন মহসিন আলী।
বিচ্ছিন্ন উদ্যোগ নিয়ে প্রকৃতঅর্থে বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার ব্যবস্থা যথাযথভাবে কার্যকর হবে না। এ লক্ষ্যে রাষ্ট্রের উদ্যোগে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও নীতির আলোকে সমন্বিত আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, যোগ করেন তিনি।
পিকেএসএফ’র চেয়ারম্যান ও গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরামের চেয়ারপার্সন ড. খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন, অধ্যাপক ড. ফেরদৌস জাহান, মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) মহাসচিব শামিম আল রাজি, নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, জেলার মান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি প্রমুখ।
বক্তারা স্থানীয় সরকার শক্তিশালী ও সমন্বিত উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের মধ্যে সমন্বয় করার সুপারিশ করেন।
এজন্য সমন্বিত আইন এখন সময়ের দাবি, মনে করেন তারা।
তাদের মতে, সমন্বিত আইন হলে এক সময়ে নির্বাচন হবে এবং নির্বাচন ব্যয় কমে আসবে। পাশাপাশি পরিকল্পনা এবং উন্নয়নেও সমন্বয় হবে। শিগগির আমাদের লক্ষ্য মধ্য আয়ের দেশে উন্নীত হওয়া সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসইউজে/এটি