জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমান সরকার ব্যবসা বান্ধব, ব্যবসা-বাণিজ্য ভালো চলছে বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, খালেদা জিয়ার জ্বালাও-পোড়াও এর পরেও দেশে ব্যবসা ভালো চলছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে (ঢাকা-৭) স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
হাজী সেলিম প্রশ্ন করেন, লবণ আমদানি করার ফলে লবণ চাষিদের মাথায় বাঁশ পড়েছে। আপনি লাখ লাখ টন লবণ আমদানি করছেন। কিন্তু দেশের লবণ চাষিদের কী ব্যবস্থা করছেন? তাদের কী হবে? ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ খেলাপি হচ্ছে।
জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, আমি এতদিন জানতাম হাজী সেলিম ব্যবসা বাণিজ্য সম্পর্কে ভালো জানেন। কিন্তু তিনি যে প্রশ্ন করলেন তাতে আমি মর্মাহত। তিনি বলেছেন লাখ লাখ টন লবণ আমদানি করা হচ্ছে। তথ্যটি মোটেই সঠিক নয়।
মন্ত্রী আরও বলেন, আমরা এবারই ঈদুল আযহার আগে মাত্র ১ লাখ টন লবণ আমদানি করেছি। তাও প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে। তাছাড়া আমদানির আগে কক্সবাজার জেলা প্রশাসক ও লবণ চাষিদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছিল। ব্যবসায়ী ও জেলা প্রশাসকদের মত ছিল ২ লাখ টন আমদানি করার। আমরা মাত্র ১ লাখ টন আমদানি করেছি। এতে ব্যবসায়ীদের কোনো সমস্যা হয়নি।
ব্যবসায়ীদের ঋণ খেলাপি হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে সময়মতো ঋণ পরিশোধ না করেন, তাহলে তো কিছু সমস্যা হতেই পারে। তারপরেও বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীদের বিষয়ে নমনীয়।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএম/এমজেএফ/
** ৩৯ বছরে বিদেশ গেছেন ৯৫ লাখ কর্মী
** দুদিন বিরতির পর অধিবেশন শুরু