ঢাকা: মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ১৭তম কাউন্সিলের সভা অনুষ্ঠিত।
রোববার (২২ নভেম্বর) গোয়েন্দা পরিদফতর অপারেশন্স শাখার সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সভায় নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে পোস্ট গ্র্যাজুয়েশন (এমফিল ও পিএইচডি) প্রোগ্রাম চালুকরণ, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে নতুন দু’টি বিভাগ (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং চালুকরণ, জনবল নিয়োগ ও অন্য ব্যয় নির্ধারণ, এমআইএসটিতে নিয়োগপ্রাপ্ত স্থায়ী বেসামরিক শিক্ষকদের বেতন সংরক্ষণ ও চাকরিকাল গণনা সংক্রান্ত নীতিমালা অনুমোদন, এমআইএসটিতে অধ্যয়নরত বেসামরিক শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণের জন্য জমি ক্রয়, একাডেমিক কাউন্সিল, গভর্নিং বডি এবং কাউন্সিল অব এমআইএসটি’র সভায় সদস্য অন্তর্ভুক্তকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রাসঙ্গিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ওএইচ/এসএস