বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭ লাখ ১ হাজার টাকাসহ ছালাম (৩৫) নামে এক হুন্ডি ব্যবসায়ী আটক করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় বেনাপোল পোর্টথানার পুটখালী ইউনিয়নের শিকড়ী বটতলা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
আটক হুন্ডি ব্যবসায়ী পুটখালীর খলসি বালুন্ডা গ্রামের খালেকের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই হুন্ডি ব্যবসায়ীকে ধাওয়া করে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে কাপড়ের প্যাকেটে লুকানো অবস্থায় ৭ লাখ টাকা পাওয়া যায়।
বিজিবি-২৬ ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরদার বাংলানিউজকে বলেন, মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে ওই ব্যবসায়ীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসআর