জাতীয় সংসদ ভবন থেকে: দেশের শীর্ষ দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করায় জাতীয় সংসদের অধিবেশনে সন্তোষ প্রকাশ করেছেন সদস্যরা।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অষ্টম অধিবেশনের ১১তম কার্যদিবস শুরু হয়।
অধিবেশনের শুরুতেই মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বেগম খোরশেদ আরা হকের (মহিলা আসন-৫০) তারকা চিহ্নিত প্রশ্ন ৮৭৮ এর জবাব দিতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) সন্তোষ প্রকাশ করে বলেন, আজ আমি আনন্দে আত্মহারা।
তিনি বলেন, দু’জন কুখ্যাত যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে। সারা বাংলাদেশের মানুষ কেউ রাতে ঘুমায়নি। শুরু থেকে শেষ পর্যন্ত তারা টেলিভিশনের সামনে বসেছিলেন।
মায়া বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারণে এটা সম্ভব হয়েছে। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, শহীদ পরিবারের পক্ষ থেকে তাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, তার দীর্ঘায়ু কামনা করি।
তিনি আরও বলেন, আমি প্রায়ই বলি, শেখ হাসিনা থাকলে দেশ বাঁচবে, শেখ হাসিনা থাকলে গণতন্ত্র থাকবে, শেখ হাসিনা থাকলে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা চিরকাল থাকবে। এই মুজাহিদ আমার সহযোদ্ধা জুয়েল, বদি ও রুমিকে হত্যা করেছে। আমি যখন রুমিদের বাড়িতে যেতাম তখন রুমির মা জাহানারা ইমাম আমার শার্টের কলার ধরে বলতেন, আমার রুমি হত্যার কী বিচার হবে না? সেদিন আমি তার কথার কোনো উত্তর দিতে পারিনি।
মায়া বলেন, আজ মহান সংসদে দাঁড়িয়ে সারা বাংলাদেশের মানুষকে চিৎকার করে বলতে চাই, শেখ হাসিনা থাকলে বাংলাদেশে কোনো রাজাকার, আলবদর, স্বাধীনতাবিরোধী শক্তি কোনোদিন মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। বিচার শুরু হয়েছে, বিচার শেষ হবে।
এরপর চট্টগ্রামের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বলেন, আজ চট্টগ্রামবাসীসহ সারা দেশের মানুষ খুশিতে আত্মহারা। আমরা আনন্দিত!
তিনি বলেন, গতকাল (শনিবার) সন্ধ্যায় একবার আমরা ভেবেছিলাম, এটা (মৃত্যুদণ্ড কার্যকর) মনে হয় স্থগিত হয়ে যাচ্ছে। শেখ হাসিনা প্রমাণ করেছেন, উনি ভাঙবেন, কিন্তু মচকাবেন না।
সরকার দলীয় সদস্য মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) তারকা চিহ্নিত প্রশ্ন ৮৭৯ উত্থাপনকালে দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের বিষয়টি তুলে বলেন, দুই যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রসঙ্গত, রোববার প্রথম প্রহরে রাত ১২টা ৫৫ মিনিটে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫/আপডেট: ২১০৬ ঘণ্টা
এসএম/এমজেএফ/
** বর্তমান সরকার ব্যবসাবান্ধব
** ৩৯ বছরে বিদেশ গেছেন ৯৫ লাখ কর্মী
** দুদিন বিরতির পর অধিবেশন শুরু