ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, শাশুড়ি-ননদ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, শাশুড়ি-ননদ আটক

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাদিনগর গ্রামে যৌতুকের টাকা না পেয়ে সীমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে  পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত শাশুড়ি ফুলমতি বেগম (৫৫) ও তার মেয়ে পপি আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।



রোববার (২২ নভেম্বর) দুপুরে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সীমা।

নিহত সীমা উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের মো. সোহেলের স্ত্রী ও নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান প্রথম বর্ষের ছাত্রী।

স্থানীয়রা জানায়, ২০১৩ সালের এপ্রিল মাসে উপজেলার একই ইউনিয়নের আলাদিনগর গ্রামের মোহর আলীর মেয়ে সীমা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের মৃত শাহ আলমের ছেলে ও গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রোমোশন অফিসার মো. সোহেলের বিয়ে হয়।

নিহতের ভাই হৃদয় ও মা রাবেয়া বেগম বাংলানিউজকে বলেন, বিয়ের পর থেকে সীমার স্বামী, শাশুড়ি ও ননদ বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে আসার জন্য তাকে চাপ দিতে থাকে। আমরা আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় সীমার শ্বশুর পক্ষের দাবিকৃত যৌতুক এবং বিয়ের সময় ফার্নিচার দিতে ব্যর্থ হই। এ নিয়ে প্রায়ই তারা সীমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো।

এর জের ধরে শনিবার গভীর রাতে সীমার শাশুড়ি ফুলমতি বেগম, ননদ পপি আক্তার সীমাকে এলোপাতাড়ি মারধর করে এবং সীমার গায়ে বৈদ্যুতিক শক দেয়।

একপর্যায়ে সীমা অচেতন হয়ে পড়লে রোববার সকালে শাশুড়ি ও ননদ তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে নোয়াখালী ইনসাফ হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে সীমার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে সীমার শাশুড়ি ও ননদকে আটক করে পুলিশে খবর দেয়।

নোয়াখালী ইনসাফ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের চিকিৎসক ডা. তানভির হায়দার বাংলানিউজকে জানান, সীমা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় তার শাশুড়ি ও ননদ দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা শুরুর কিছ‍ুক্ষণ পরে ১টার দিকে মারা যান তিনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহতের শাশুড়ি ও ননদকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।