জাতীয় সংসদ ভবন থেকে: দেশের মোট বেকারের সংখ্যার কোনো তথ্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নেই। তবে শ্রমশক্তি ও শিশু শ্রম জরিপ ২০১৩, বিবিএস অনুযায়ী মোট বেকার জনগোষ্ঠী (১৫ বছর বা তদূর্ধ্ব) ২৫ লাখ ৮৭ হাজার বলে সংসদে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।
রোববার (২২ নভেম্বর) জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য (সুনামগঞ্জ-৫) মুহিবুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, দেশের বেকারত্ব দূরীকরণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় স্থাপিত ২৬টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মসংস্থান উপযোগী ১৯টি ট্রেডে বছরে ২৫ হাজার বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা নিজ উদ্যোগে দেশে বিদেশে বিভিন্ন আত্মনির্ভরশীল পেশায় নিয়োজিত হচ্ছেন।
তিনি বলেন, বিগত সরকার অর্থাৎ ২০০৯ সাল হতে ২০১৩ সাল পর্যন্ত দেশ/বিদেশে ১ লাখ ২৫ হাজার বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএম/এমজেএফ/
** বর্তমান সরকার ব্যবসাবান্ধব
** ৩৯ বছরে বিদেশ গেছেন ৯৫ লাখ কর্মী
** দুদিন বিরতির পর অধিবেশন শুরু