হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের মহিলা কলেজের পাশে ভিমপুর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ১৮৪ কেজি ওজনের ভারতীয় চন্দন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় চন্দন কাঠগুলো উদ্ধার করা হয়।
বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সীমান্তের মহিলা কলেজের পাশে ভিমপুর এলাকায় হিলি থেকে জয়পুরহাটগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ছাদ থেকে কয়েকটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বিশেষ কায়দায় মাটি দিয়ে লেপ দেওয়া ৮ টুকরো চন্দন কাঠ উদ্ধার করা হয়। যার ওজন ১৮৪ কেজি। তবে এর সঙ্গে জড়িত কেউকে আটক করা যায়নি।
উদ্ধার হওয়া চন্দন কাঠের দাম ৮২ লাখ ৮০ হাজার টাকা। পরে কাঠগুলো হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএ