ঢাকা: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য বাহিনীকে সহায়তা করার জন্য রাজধানীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেওয়ার পাশাপাশি টহল দিতে শুরু করেছে বিজিবি সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মুহম্মদ মোহসিন রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেওয়ার পাশাপাশি তারা টহল দিতে শুরু করেছে। সোমবার ভোর ৫টা পর্যন্ত বিজিবি সদস্যদের টহল অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এনএইচএফ/এটি