ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফাঁসি কার্যকরে যশোরে মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ফাঁসি কার্যকরে যশোরে মিষ্টি বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: একাত্তরে যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি কার্যকর করায় মিষ্টি বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ।

রোববার (২২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর শহর ও শহরতলীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এ মিষ্টি বিতরণ করা হয়।



যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু বাংলানিউজকে জানান, মুজাহিদ ও সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় রোববার সকালেই দলীয় কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা।

এ সময় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার ট্রাকে করে মিষ্টি নিয়ে আসেন। এ সময় উপস্থিত যশোরের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মুখে নিজ হাতে মিষ্টি তুলে দেন শাহিন চাকলাদার।

এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, পৌরসভা, প্রেসক্লাবসহ অধিকাংশ সরকারি দপ্তরসহ শহরের মনিহার চত্বর, খাজুরাস্ট্যান্ড, রেলগেট, বেজপাড়া, শংকরপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ডসহ শহরের ১০টি পয়েন্টে ও সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়।

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে অন্য যুদ্ধাপরাধীদেরও দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু প্রমুখ।

এর আগে, ফাঁসি কার্যকরের খবরে শহরে মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

অন্যদিকে, এদিন দুপুরে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের নেতৃত্বে উপজেলা শহরে বিশাল একটি আনন্দ মিছিল বের হয়।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।