ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিশু সাইদ হত্যা: দ্বিতীয় দিনে ৬ জনের সাক্ষ্যগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, নভেম্বর ২২, ২০১৫
শিশু সাইদ হত্যা: দ্বিতীয় দিনে ৬ জনের সাক্ষ্যগ্রহণ

সিলেট: সিলেটে শিশু আবু সাইদ হত্যা মামলায় দ্বিতীয় দিনে ৬ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১১ সাক্ষি হাজির হন।

আদালতের বিচারক আব্দুর রশিদ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬ জনের সাক্ষ্য নেন।

এদিন আদালতে সাক্ষ্য  দেন- নিহত আবু সাঈদের মা সালেহা বেগম, জয়নাল আবেদীন, হিলাল আহমদ, সিলেট মহানগরীর বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন, এসআই সমরাজ মিয়া ও কনস্টেবল আবুল কাশেম।

এর আগে গত ১৯ নভেম্বর প্রথশ দিনে মামলার বাদি ও হত্যাকাণ্ডের শিকার আবু সাইদের বাবা আব্দুল মতিনসহ ৫ জনের স্বাক্ষ্য নেওয়া হয়।

এনিয়ে মামলায় ৩৭ সাক্ষির মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।  

চলতি বছরের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ (৯) অপহৃত হয়। অপহরণের তিনদিন পর ১৪ মার্চ নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার ছাদের চিলেকোটা থেকে আবু সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

২৩ সেপ্টেম্বর এ মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন কোতোয়ালি থানার (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন।

চার্জশিটে অভিযুক্তরা হলেন- সিলেটের বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মাহিব হোসেন মাসুম।

অভিযুক্তদের মধ্যে এবাদুর, রাকিব ও গেদা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।

এরপর গত ১৬ নভেম্বর আলোচিত এ মামলার শুনানির ধার্য্য তারিখে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।