মধুপুর (টাঙ্গাইল): রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মুক্তিযোদ্ধা কাশেম আলীর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দুপুরে কর্মস্থলের কাছে উপজেলা পরিষদ চত্বরের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারি ক্লাব থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, পৌর শহরের সূতি কালিবাড়ির বাসিন্দা মুক্তিযোদ্ধা কাশেম আলী ছিলেন উপজেলা এলজিইডির চতুর্থ শ্রেণির কর্মচারী। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত তিনি অফিসে ছিলেন। এরপর থেকে নিখোঁজ হন তিনি। তার মোবাইল ফোনটিরও সুইচ অফ পাওয়া যায়।
কাশেম আলীর ছেলে মামুন ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) গোপালপুর থানায় বাবার নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিড়ি) করেন।
পরিবারের সদস্যরা বলেন, উপজেলা পরিষদ ভবনে অবস্থিত এলজিইডি অফিস থেকে ২০ গজ দূরে তালাবদ্ধ ওই ক্লাব ঘরে পাঁচ দিন ধরে মুক্তিযোদ্ধা কাশেম আলীর মরদেহ পড়ে ছিল। অথচ তার সহকর্মী অথবা ক্লাবের কর্মচারীরা কেউ বিষয়টি জানতো না তা কি করে সম্ভব। তারা কাশেম আলীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবি জানান।
গোপালপুর পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, তার মৃত্যুটি রহস্যজনক।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সুরতহালের সময় মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএ