ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানি লন্ডারিং অপরাধ তদন্ত করতে পারবে পুলিশ-সিআইডি-এনবিআর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
মানি লন্ডারিং অপরাধ তদন্ত করতে পারবে পুলিশ-সিআইডি-এনবিআর

জাতীয় সংসদ ভবন থেকে: দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাশাপাশি পুলিশ, সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ কাস্টমস ও কর বিভাগ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানি লন্ডারিং অপরাধ তদন্ত করতে পারবে।

এ বিধান কার্যকর করতে সংসদে মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন-২০১৫ পাস হয়েছে।


 
রোববার (২২ নভেম্বর) রাতে জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এরআগে বিলের উপর আনীত জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি পাসের প্রস্তাব কণ্ঠভোটে দিলে তা পাস হয়।
 
অর্থমন্ত্রী গত ১৬ নভেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিলটি পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দেয় কমিটি।
 
বিলে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধে ২০১২ সালে প্রণীত আইনের কার্যকারিতা বৃদ্ধি এবং তদন্ত সংক্রান্ত বিধানসমূহ কার্যকর করা প্রয়োজন। আইনে উল্লেখিত ২৭টি অপরাধের মধ্যে অধিকাংশ অপরাধের তদন্তকালে তদন্তকারী সংস্থা পুলিশ ও এনবিআরকে জটিলতার সস্মুখীন হতে হয়। তাই আইন সংশোধনের জন্য গত ১১ অক্টোবর মানিলন্ডারিং (সংশোধন) অধ্যাদেশ-২০১৫ জারি করা হয়। যে অধ্যাদেশটি আইনে পরিণত করতে এ বিলটি আনা হয়েছে।
 
ঘুষ-দুর্নীতির তদন্ত করবে দুদক
দুদক এখন থেকে শুধু ঘুষ ও দুর্নীতির মামলা তদন্ত করবে। এজন্য জাতীয় সংসদে ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন-২০১৫’ উত্থাপন করা হয়েছে।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
 
বিলে বলা হয়েছে, দুদককে আরো শক্তিশালী, জবাবদিহিতাসম্পন্ন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিল পাসের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর অধীন ঘুষ-দুর্নীতি সংক্রান্ত অপরাধসমূহ দুদকের আওতাভুক্ত হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএম/এসআর

** শুধু মেয়র ও চেয়ারম্যানরাই পাবেন দলীয় টিকিট
** শেখ হাসিনা যা বলেন, তাই করেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।