ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চান্দিনায় অটোরিকশার সংঘর্ষে ২ চালক নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৮, নভেম্বর ২৩, ২০১৫
চান্দিনায় অটোরিকশার সংঘর্ষে ২ চালক নিহত

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের কাছে সিএনজি চালিত দু’ই অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে উভয় চালক নিহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন-চান্দিনা উপজেলার ছায়কোট-তুলাতলী গ্রামের আলী আহাম্মদের ছেলে অহিদুল ইসলাম (২৬) ও একই জেলার দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান (৩৫)।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাশরুরুল হক জানান, ভোরে অহিদ তার অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য সিএনজি স্টেশনে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে তার অটোরিকশার সংঘর্ষ হয়। এতে উভয় অটোরিকশার চালক গুরুতর আহত হন। এ অবস্থায় দু’জনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।