ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুজাহিদের ফাঁসি প্রতিবাদে সোমবার ডাকা হরতালের মধ্যেই দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে সায়েদাবাদসহ রাজধানীর অন্যান্য বাস ‍টার্মিনাল থেকে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে টার্মিনালগুলো ঘুরে এ তথ্য জানা যায়।

যুদ্ধাপরাধের দায়ে দলীয় সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার সেলিম বলেন, সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে একটি গাড়ি ছেড়ে গেছে। আরো কয়েকটি ছাড়ার অপেক্ষায় রয়েছে। তবে যাত্রী কম।

তিনি বলেন, শ্যামলী পরিবহন সব হরতালে গাড়ি ছাড়ে। বিকেল নাগাদ যাত্রী সংখ্যা বাড়বে। তখন বেশি সংখ্যক গাড়ি ছেড়ে যাবে। তবে এখন পর্যন্ত কোন গোলযোগের খবর পাইনি।

ইকোনো পরিবহনের কাউন্টার ম্যানেজার আতিকুর রহমান রাজু বলেন, সকাল থেকে ইকোনো পরিবহনের কোন গাড়ি না ছাড়লেও অন্য কোম্পানির বেশ কিছু গাড়ি ছেড়ে গেছে।

তিনি বলেন, যাত্রী সংখ্যা কম। বিকেল নাগাদ যাত্রী বাড়লে বাস ছাড়া হবে। পরিস্থিতি ভালো হলে বিকেলের আগেও ছাড়তে পারি।

অন্যান্য টার্মিনালগুলো থেকেও স্বল্প পরিসরে দূরপাল্লার কিছু গাড়ি গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে। তবে কিছু লোকাল গাড়িও দূরপাল্লার যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমইউএম/আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।