ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শাজাহানপুরে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ৩ বোন আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৮, নভেম্বর ২৩, ২০১৫
শাজাহানপুরে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ৩ বোন আহত

ঢাকা: রাজধানীর উত্তর শাজাহানপুরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে পলি আক্তার (২৫), রোজি আক্তার (২০) ও নাহিদ আক্তার (৩০) নামে তিন বোন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাতে উত্তর শাজাহানপুরের ১৯৫ নম্বর বহুতল আবাসিক ভবনের দ্বিতীয়তলায় এ ঘটনা ঘটে।



আহতদের মধ্যে পলির অবস্থা গুরুতর। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের বাবার নাম মৃত শেখ জাহির আলী।

আহতদের ভাই শাহেদ আলী বাংলানিউজকে জানান, সোমবার (২৩ নভেম্বর) আনুমানিক ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এসময় তার বোন পলি বিষয়টি টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা প্রথমে তাকে আঘাত করে। এসময় অন্য দুই বোন ঘরে প্রবেশ করলে তাদেরকেও আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘর অন্ধকার থাকায় দুর্বৃত্তদের চেনা যায়নি উল্লেখ করে তিনি বলেন, কতোজন ঢুকে ছিল তা বলা যাচ্ছে না। তবে একজনের মুখে মুখোশ ছিল। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর ঘরে তিন জোড়া স্যান্ডেল পাওয়া গেছে বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, পলির মাথায় ও হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত, নাহিদ ও রোজির পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

নাহিদ ও রোজি চিকিৎসা নিয়ে চলে গেলেও পলি এখনো ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এজেডএস/আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।