ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণ, অন্ধকারে পার্বতীপুর শহর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণ, অন্ধকারে পার্বতীপুর শহর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে পিডিবির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ১১ কেভি ইনকামিং ব্রেকারে বিস্ফোরণ হয়েছে। এতে প্রায় ১০ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে পার্বতীপুর শহর।



রোববার (২২ নভেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী কাজী ইউনুছ আলী বাংলানিউজকে জানান, রাত ২টার দিকে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ১১ কেভি ইনকামিং ব্রেকারে ইঁদুর ঢুকে পড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে বিস্ফোরণ ঘটে। এতে ইনকামিং ব্রেকারটি পুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে মেরামতের কাজ চলছে। আশা করি, শিগগিরই সমস্যার সমাধান হবে।

এদিকে, প্রায় ১০ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় পার্বতীপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। রোগীরা দুর্ভোগে পড়েছেন বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রায়হান জানিয়েছেন।

এছাড়া শহরের বাসাবাড়িতে বিদ্যুৎ চালিত পানির পাম্প চালাতে না পারায় পানির সংকট দেখা দিয়েছে। বিদ্যুতের অভাবে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো লেনদেন করতে পারছে না।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান বাংলানিউজকে জানান, বিদ্যুৎ না থাকায় উপজেলা পরিষদের অফিসগুলোতে কাজকর্ম ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।